
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: মহামারী করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল দেবহাটা উপজেলার দঃ পারুলিয়ার অজয় মন্ডল (৩৮) নামের এক যুবকের । তিনি দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামের বলাই মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন করোনা আক্রান্ত অজয়। জানাযায়, কিছুদিন যাবৎ অজয় মন্ডল তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে গ্রাম্য ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। কিন্তু জ্বর ও শ্বাসকষ্ট না কমায় ১৩ জুন রবিবার নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসায় বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।
অন্যদিকে ১৫ জুন মঙ্গলবার তার আপন ছোটভাই অনুপ মন্ডলেরও করোনা ভাইরাস শনাক্ত হলে তাদের বাড়িটি দ্বিতীয় দফায় লকডাউন ঘোষিত হয়।
বৃহস্পতিবার সকালে অজয় মন্ডলের শ্বাসকষ্ট বাড়তে থাকলে তার স্বজনরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়ে অ্যাম্বুলেন্স খবর পাঠায় কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মহামারী করোনা অজয়ের প্রাণ প্রদীপ কেড়ে নেই। শোকের ছায়া নেমে আসে তার পরিবারসহ আশে পাশের গ্রামে। কেউ মেনে নিতে পারছে না, এত অল্প বয়সে একটা হাস্যোজ্জ্বল ছেলের জীবন প্রদীপ নিভে যাওয়া। এনিয়ে এপর্যন্ত উপজেলাতে করোনা ভাইরাসে প্রাণ গেলো ৭ জনের ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাব টেস্টে আরোও ১৩ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১১জন দেবহাটা উপজেলার বাসিন্দা এবং ১জন কালীগঞ্জের ও অপর জন সাতক্ষীরার।
দেবহাটার আক্রান্ত ১১জন হলেন, পারুলিয়ার শাহজানপুরের সালমা (৪৫), চালতেতলার রাবেয়া বেগম (৬০), খেজুরবাড়িয়ার মোজাফ্ফর (৪২), কুলিয়ার বহেরার সাঞ্জুয়ারা (৪৫),সখিপুরের মঞ্জুরুল ইসলাম (২৫), একই গ্রামের আজিজুল (৫৪), মাঘরীর মহাসিন আলী (৫৭), পাঁচপোতার ফজিলা (৬০), ধোপাডাঙ্গার জাহাঙ্গীর (৪৫), আস্কাপুরের ওমর উদ্দীন (৬৫) এবং নওয়াপাড়ার জগন্নাথপুরের সাইফুল ইসলাম (৪৮)।