
নিজস্ব প্রতিবেদক: গত সোমবার (১৪ জুন) সন্ধ্যায় শ্যামনগর ফাতেমা প্রতিবন্ধী স্কুল এর সামনে একটি মারামারি ঘটনায় মঙ্গলবার (১৫ জুন) ফুলবাড়ি গ্রামের মৃত আর আলির পুত্র মোসলেম বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেন।
সাংবাদিক জামিনুর মামলার বাদী মোসলেমের আত্মীয়। এদিকে এই মামলাকে কেন্দ্র করে মামলার আসামী পক্ষের কিছু উশৃঙ্খল ও বখাটে যুবক সাংবাদিক জামিনুরকে নিয়ে মামলার ব্যাপারে হাত থাকতে পারে এমন সন্দেহ পোষন করে। ইতিমধ্যে জামিনুরকে ব্যাপক হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। রাস্তায় পেলে তাকে মান-অপমান ও মারপিট করতে তোড়জোড় শুরু করেছে।
সাংবাদিক জামিনুর আসামী পক্ষের লোকজনের হাতে নানানভাবে অপদস্ত ও হামলার আশংকা প্রকাশ করেছে।
বুধবার (১৬ জুন) দুপুরে যাদবপুর গ্রামের শেখ আনিছুর রহমানের পুত্র রায়হান (২৪) ও জনৈক নুরুজ্জামান সাংবাদিক জামিনুরকে শ্যামনগরে যেখানে পাবে দেখে নেবে, হাত-পা ভেঙ্গে দেবে, সাংবাদিকতা ঘুচিয়ে দেবে বলে ব্যাপক হুমকি-ধামকি ও আষ্ফালন করে বেড়াচ্ছে।
এ ব্যাপারে সাংবাদিক জামিনুর জীবনের নিরাপত্তার জন্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি নিচ্ছে।