
আকবর হোসেন,তালা থেকে: সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি ও অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আশরাফুন্নাহার আশা, শফিকুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মোঃ আলমগীর হোসেন ও কল্পনা সাহা, সাংগঠনিক সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সহ- সাংগঠনিক সম্পাদক ময়নুল আমিন মিঠু, আইন সহায়তা সম্পাদক এড. ফারজানা রহমান সুবর্না, খাস জমি বিষয়ক সম্পাদক গোবিন্দ ঘোষ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর এবং জলমহল বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ । কমিটি গঠন উপলক্ষ্যে বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর।