
নিজস্ব প্রতিবেদক: সদরের কাথন্ডায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মাথায় আঘাত করে গুরুত্বর জখম করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। গুরুত্বর আহত যুবকের নাম আব্দুস সেলিম(৩৫)। সে সদর উপজেলার কাথন্ডা গ্রামের আঃ ছাত্তার পাড়ের পুত্র। সদর থানায় আহতের ভাই আঃ আলিমের দাখিল করা অভিযোগ সূত্রে জানাযায়, ৬ই জুন সকাল আনুঃ ১১ টার দিকে তার ছোট ভাই সেলিম স্থানীয় বাবুর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একই এলাকার মৃত ইমান আলী সরদারের পুত্র আল-আমীন সরদার তার পথ রোধ করে হত্যা করার উদ্দেশ্যে মাথায় ও মুখের চোয়ালে ইট দিয়ে আঘাত করে এবং শ^াস রোধ করে হত্যা করার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে গুরুত্বর আহত সেলিমের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার আবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।