
তালা সংবাদদাতা: সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণ মহামারী আকার ধারন করেছে। মঙ্গলবার (৮ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাক্তার রাজিব সরদার জানান, এ যাবত উপজেলা সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের, এরমধ্যে করেনা পজেটিভ ২০০ জন। মৃত্যুবরন করেছেন ৫জন। তিনি আরও জানান ০৮ জুন ১৭ জনের স্যাম্পল কালেকশন করা হয়েছিলো। যার মধ্যে ৯ জন করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের দেওনিপাড়া গ্রামের ইব্রাহিম সরদার(৫০), খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের মালতী ঘোষ(৪২), জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মহাতাব সরদার(৬০),জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের রফিকুল ইসলাম(৪০), তালা ইউনিয়নের পিএলসিএ রাহাতুল্লাহ শেখ(৩০), তালা ইউনিয়নের তালা গ্রামের মিনতী রানী বিশ্বাস(৪৯), একই গ্রামের লক্ষী বিশ্বাস(৩৫), জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মোড়ল মোশারফ হোসেন(৪৪),ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরস নগর গ্রামের ইসমাইল হোসেন(৪০) তিনি তালা হাসপাতাল হতে করোনা পরীক্ষা করেছিলেন। ডাক্তার রাজিব সরদার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন।