
নিজস্ব প্রতিবেদক: এক মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে চেতনানাশক দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুন) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার ও তার পুত্র গোলাম মোস্তফা বাবু জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য স্প্রে করলে বাড়ির সবাই জ্ঞান হারায়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির শো-কেস ও আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন সহ কাপড়-চোপড় নিয়ে যায়। এছাড়া দুর্বৃত্তরা সোনা দিয়ে বানানো মুক্তিযুদ্ধের লোগোটিও নিয়ে গেছে। এসব মালামালের মূল্য লক্ষাধিক টাকার উপরে।
অচেতন হয়ে যাওয়া মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার ও তার পুত্র গোলাম মোস্তফা বাবুকে করোনা পরিস্থিতির কারণে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন সূস্থ হয়ে উঠেছে।
মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার সোমবার (৭ জুন) সকালে এ প্রতিবেদককে জানান, এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক জিনিসপত্র উদ্ধারের জোর দাবী জানিয়েছে প্রশাসনের নিকট।