নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় লকডাউনে জেলা পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাতক্ষীরায় করোনার সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় জেলায় ৭দিনের লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসন। তার প্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের নির্দেশনায় শনিবার(৫জুন) বিকালে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সদরের ভোমরা ইউনিয়নে ভ্যান চালক, চা দোকানদার ও অসহায় গরীব শতাধিক পরিবারের মাঝে ৫০০টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। এসময় আল ফেরদাউস আলফা বলেন, অসহায় গরীব ভ্যান চালক, চা দোকানদার মানুষেরা যাতে লকডাউনে নিয়মনীতি মেনে চলতে পারে তার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে এই সামান্য অর্থ বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
পূর্ববর্তী পোস্ট