
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে পরাজিত হয়ে সমিতির অফিসে তালা মেরে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮মে ২০২১) সকালে সাতক্ষীরা শহরের ষ্টেডিয়াম ব্রিজ সংলগ্ন সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে।
সূত্র জানায়, চলতি বছরের ২৭ মার্চ সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মমিনুল-আব্দুল্লাহ পরিষদ জয় লাভ করে। দায়িত্ব হস্তান্তর হয় ৫ মে। শনিবার সকাল ১০ টায় নবনির্বাচিত কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিলো সমিতির কার্যালয়ে কিন্তু নির্বাচিত নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান সমিতির কার্যালয়ে দু’টি তালা মারা। একটি তালার চাবি অফিস সহায়কের কাছে অপর একটি তালা মেরে রেখেছে পরাজিতরা।
সদর উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো: মোমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ জানান, শনিবার সকাল ১০ টায় নবনির্বাচিত কমিটির সভা হওয়ার কথা জানতে পেরে আলিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল লতিফ ও বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুস শাহাদাত পলাশ সমিতির অফিস কক্ষে তালা মেরে দিয়ে আমাদের কার্যক্রম করতে দিচ্ছেনা। এমনকি আমাদেরকে কোন কাগজপত্র বুঝিয়ে দেয়নি। এসব ঘটনা নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনা লক্ষ করা যাচ্ছে।
স্থানীয় জীবন লাইব্রেরির মালিক রিপন জানান, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন মানুষ একত্রিত হয়ে শিক্ষক সমিতির ঘরে তালা মেরে দিছে। তিনি আরো জানান, শুনেছি তারা পরাজিত কমিটির শিক্ষক।
এব্যাপারে সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।