
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের মানিকখালী পাঞ্জেগানা মসজিদে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
আশাশুনির মানিকখালী সাবেক ফেরিঘাট পাঞ্জেগানা মসজিদে সোলার সিস্টেম চালু ছিল। প্রতিদিনের ন্যায় তারাবি নামাজ শেষে মসজিদের দরজা-জানালা বন্ধ করে চলে যান ইমাম মুয়াজ্জিন ও মুসল্লিরা। রাতের কোন এক সময় মসজিদের চাল ভেঙ্গে ভিতরে ঢুকে কে বা কারা সোলার এর ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরদিন ভোর রাতে ফজরের নামাজ আদায় করতে গিয়ে চুরির ঘটনা জানাজানি হয়।