
আশাশুনি প্রতিবেদক: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে আশাশুনিতে প্রতিবন্ধী ও ব্যধিগ্রস্থদের মাঝে পুষ্টি সমৃদ্ধ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুষ্টি কর্নারে এ সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাগের সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় ব্যাধিগ্রস্থদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।