
নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যানের ভাটার সামনে গড়ে উঠেছে অবৈধ কয়লা উৎপাদন কারখানা । এই কয়লা উৎপাদনের কারখানা একদিকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অপর দিকে পরিবেশ বান্ধব গাছ কেটে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে। এই অবৈধ কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছেন বাশার নামে একজন কলেজ শিক্ষক। সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষি জমি বিলীন করে সেখানে গড়ে উঠেছে ৬ থেকে ৭টি বিশাল আকারের চুলা। সেই চুলায় গুলোতে পরিবেশ বান্ধব বড় বড় গাছ পুড়িয়ে পরিমাণে তৈরি করা হচ্ছে কয়লা। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী সাংবাদিকদের জানান, গাছ নিধনের বড় ভূমিকা পালন করছে বর্তমানে কলারোয়ার এই কারখানাটি। বর্তামানে এখানে প্রচুর পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে যা এতদিকে পরিবেশের জন্য ক্ষতিকর অপর দিকে স্বাস্থ্য ঝুকি। কুল বাগান, পটলের ক্ষেত, আম বাগানসহ বিভিন্ন ফল ও ফসলী জমির মাঝে গড়ে উঠেছে এই অবৈধ স্থাপনা। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাশার নিজের ক্ষমতা বলেই গড়ে তুলেছেন এই অবৈধ সম্রাজ্য। স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন তিনি প্রশাসনের সকল অনুমতি পেয়ে গিয়েছেন।
এ বিষয়ে পরিবেশ ধ্বংসকারি প্রতিষ্ঠানের মালিক কলেজ শিক্ষক বাশারাতের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, আমরা এখন কাজ করছি এতে করে অনেক মানুষের এখানে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের জীবিকা নির্বাহ হচ্ছে।