আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পৃথক অভিযানে সর্বমোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৪টি মামলায় সর্বমোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এসময় পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানানো হয়।
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পূর্ববর্তী পোস্ট