
দরগাহপুর(আশাশুনি) প্রতিবেদক: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩.২০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)।
সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫৫) ৩ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩.২০ টায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন, গুনাকরকারি খানকায়ে আজিজীয়ার মুরীদ মাওঃ আরিফুল্লাহ।