
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের প্রভাষক শিবপদ সানার সরকারি বেসরকারি বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। ৭ এপ্রিল গভর্নিং বডির এডহক কমিটির সভায় তার বেতন ভাতা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কলেজিয়েট স্কুলের প্রভাষক শিবপদ সানার নিবন্ধন পরীক্ষার সনদ জাল এমন অভিযোগ পাওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। তার বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়। এনটিআরসিএ শিক্ষকের দাখিলকৃত নিবন্ধন সনদ যাচাই করেন। যাচাই অন্তে এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র-৩) তাজুল ইসলাম ১১ মার্চ’২১ তাং ৩৭.০৫.০০০০.০১০.০৫.০০২.২০.২৭৯ নং স্মারকের এক পত্রে জানাগেছে, শিক্ষক শিবপদ সানা দু’টি সনদ জমা দিয়েছেন। প্রথমটি রোল নং- ২০১১০৪৫১, রেজিঃ ৮০০১৯৮৩০, ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০০৮। পদ প্রভাষক, বিষয় ব্যবস্থাপনা। কিন্তু সনদটি সঠিক নয়, জাল ও ভুয়া। প্রকৃত সনদধারীর নাম এমডি জিয়াউর রহমান, পিতা- এমডি আয়ুব আলি। বিষয় বাংলা। অনুরুপ ভাবে তার দাখিলকৃত ২য় সনদটির রোল নং- ৬৫৭০৩৫২, রেজিঃ নং ০৫১০৭৯৫৩, ১ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০০৫। পদ প্রভাষক, বিষয় ব্যবস্থাপনা। অথচ সনদটি জাল ও ভুয়া। প্রকৃত সনদধারীর নাম তানমীম ইয়াসমীন। পিতা- মোঃ শাহজাহান আলী, রেজিঃ নং ০৫৪১১৩৪০। পত্রে সনদধারী (শিবপদ সানা) জাল/জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিকভাবে প্রমাণিত হয়েছে বিধায় উক্ত জাল ও ভুয়া সনদধারী ব্যক্তির বিরুদ্ধে সয়ংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়। পত্রের প্রেক্ষিতে গভর্নিং বডির একহক কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ৭/৪/২১ তাং সভায় সর্ব সম্মতভাবে জাল ও ভুয়া সনদধারী প্রভাষক শিবপদ সানার সরকারি ও বেসরকারি বেতন ভাতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে থানায় মামলা রুজুর সিদ্ধান্ত হয় বলে জানাগেছে।