নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরে ২ দোকানে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বুধবার মধ্যরাতে শহরের বড় বাজার সংলগ্ন ক্যাটস্ মাল্টিপ্লেক্সে অবস্থিত পাপিয়া গার্মেন্টস-২ ও লিবার্টি সু গ্যালারীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ দেড় লক্ষ টাকা সহ দুই দোকানের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় ।
পাপিয়া গার্মেন্টস এ স্বত্বাধিকারী আসাদুজ্জামান জানান, করোনা কালীন সময়ে আমরা এমনিতে ক্ষতিগ্রস্ত তার পরে আবার দোকানে এমন একটা চুরির ঘটনা ঘটেছে। শহরের ভেতরে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমার দোকানে ঢাকা থেকে মালামাল কেনার জন্য রাখা টাকা ছিলো সব নিয়ে গেছে। এখন আমরা নিরুপায় হয়ে গেছি।
লিবার্টি সু গ্যালারীর স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, আমারা দোকানে রাখা নগদ ৩০ হাজার টাকা ড্রয়ারের তালা খুলে নিয়ে গেছে ।
সদর থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে জানান, আমরা এখানে এসে বিষয়টি দেখলাম। তাদের থানায় অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে শহরের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই করে ব্যবস্থা নিবো।