
মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সম্প্রতি দেশ ব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমন (কোভিড-১৯) অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগরে সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার সহ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় মুখে মাস্ক ব্যবহার না করায় হকার, ব্যবসায়ী সহ ১০ জনকে ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার ও জন সমাগম এড়িয়ে চলার জন্য সবাইকে পরামর্শ দেন এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।