
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বিস্তার রোধে মুখে মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরায় ১১৯ জনকে ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দিনভর জেলার বিভিন্ন এলাকায় পৃথক ১৩টি অভিযানে এ জরিমানা করা হয়।
নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিকরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় ১৩টি অভিযান চালানো হয়। অভিযানে মোট ১১৯ জনকে ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় সাতক্ষীরা জেলা প্রশাসন।