
আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১৫৪নং সাহেবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় অত্র বিদ্যলয়ের হলরুমে উৎসব মূখর পরিবেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএমসি কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি,এম রেজাউল করিম, কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ সালাউদ্দিন, ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান মোড়ল, প্রধান শিক্ষক মোঃ আবু সিদ্দিকী ও অত্র এলাকার অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন ওছিউল আলম, সহ-সভাপতি মোঃ ইসরাফিল কয়াল, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ নুর ইসলাম, তানজিলা খাতুন, অভিভাবক সদস্য মোছাঃ আরিফা খাতুন ও সালমা খাতুন , শিক্ষক প্রতিনিধি রাখিমা খাতুন, ভূমি দাতা আল মাহমুদ। সকলের সম্মতিতে নির্বাচিত হন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ১৯ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন।