সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়ায় ট্যাংকে উচ্চমূল্যের মাছ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিত্র তেঁতুলিয়ায় গ্রামের ঝরণা খাতুনের বাড়িতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের জীবিকায়ন কম্পোনেন্ট এর আওতায় এবং উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। এফসিডিও ইইউ এবং পিকেএসএফ এর অর্থায়ন ও সহযোগিতায় এসময় প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, উন্নয়ন প্রচেষ্টার কাদাকাটি শাখা ব্যাবস্থাপক সেলিম হোসেন, এটিও (সিএম) কাজী রাহিদুল বারী, এটিও (লাইভলীহুড) শাহিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।