দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির বিরুদ্ধে ক্ষুদ্ধ যুবদলের একাংশ সাংবাদিক সম্মেলন করেছেন। বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দেবহাটা উপজেলা ও সাতক্ষীরা জেলা যুবদলের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি বিশ^াসী হয়ে দীর্ঘদিন অনেক বাধা বিপত্তি, চড়াই উৎরাই, মামলা হামলার মুখোমুখি হয়েও আদর্শের প্রতি অবিচল থেকে জাতীয়তাবাদীর আদর্শে উজ্জীবিত আছি। কিন্তু সম্প্রতি সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল কর্তৃক দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, উক্ত আহবায়ক কমিটি চরম অনিয়ম দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অদূরদর্শীতা ও মোটা অংকের অর্থের বিনিময়ে করা হয়েছে বলে বিষয়টি স্পষ্ট। কারন যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষনা দিয়েছেন ছাত্রদল ও যুবদলের ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে কমিটি দেয়ার জন্য সেখানে নে নির্দেশনা অমান্য করে কিছু স্বার্থান্বেষী মহলের কুপরামর্শে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, আওয়ামীলীগের মদদপুষ্ট যাদেরকে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়না তাদেরকে যুবদলে স্থান দেয়া হয়েছে। এমনকি উপজেলা যুবদলের কোন পরামর্শ গ্রহন না করে উক্ত কমিটি করা হয়েছে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সংগ্রহ ফরম জেলা যুবদল আমাদের মাধ্যমে জমা দেওয়ার কথা বললেও আমাদের গোপন রেখে অনেক ফরম অর্থের বিনিময়ে জমা নিয়ে চরম অনিয়ম করেছে। এখানে প্রতিয়মান হয়, জেলা যুবদল কেন্দ্রীয় কমিটির নাম ভাঙিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ইচ্ছামত উক্ত কমিটি ঘোষনা দিয়েছে। তাই এই ধরনের দূর্নীতি অপকর্মের সাথে সম্পৃক্ত জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের এই ঘৃনিত কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে অবিলম্বে উক্ত কমিটি বাতিল করে আলোচনার মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্ধারন করা না হলে জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদককে দেবহাটার মাটিতে অবাঞ্চিত ঘোষনা করছি।
দেবহাটা যুবদলের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষুদ্ধ একাংশের সাংবাদিক সম্মেলন
পূর্ববর্তী পোস্ট