
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক : আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে চারদলীয় কাবাডি টুর্নামেন্টে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। বুধবার (২৪ মার্চ) বিকালে আশাশুনি হাইস্কুল মাঠে আকর্ষণীয় এই খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। মনোমুগ্ধকর এই খেলায় আশাশুনি আলিয়া মাদ্রাসাকে ৩৩ পয়েন্টে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও অপর খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে ৩৭ পয়েন্টে পরাজিত করে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। প্রতিদ্বন্দিতাপূর্ণ এই খেলা দুটি পরিচালনা করেন, আনিসুর রহমান ও আসাদুল হক। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ, প্রকৌশলী আক্তার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার (২৬ মার্চ) বিকাল চারটায় একই মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।