তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ব্র্যাক লক্ষণপুর পল্লী সমাজের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক তৌহিদুর রহমান, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ এমদাদ হোসেন, বাবু হোসেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিওসিইপি মোর্শেদা আক্তার ও মাহফুজা খাতুনসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর আচরণ ও ধ্যান-ধারণা বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশন পরিচালনা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে ও জেলা ব্যবস্থাপক তোহিদুর রহমান।