
প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ ২০২১ ইং তারিখ আনুমানিক ১৮.১০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া বাজারস্থ সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আবু হাসান (৪৫), পিতা-মৃত. রমজান আলী, সাং-রামভদ্রপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ডসহ হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৪১, (তারিখ ২১/০৩/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা) দায়ের করা হয়।
এছাড়া সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামস্থ সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে আলীপুর মোল্লাপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা-মৃত. নিজাম উদ্দিন সরদার, মাতা-হামিদা খাতুন, সাং-আলিপুর চাঁপারডাঙ্গী(দক্ষিন পাড়া), থানা ও জেলা-সাতক্ষীরাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ডসহ হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৬৫, (তারিখ ২১/০৩/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা) দায়ের করা হয়।

