
জামিনুর নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে বাঘের আক্রমণে মো. আবুল কালাম (৪৫) নামের এক বাওয়ালি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে। আবুল কালামের ডাক নাম কালু। তিন ভাই একসঙ্গে গিয়েছিলেন গোলপাতা কাটতে সুন্দরবনে। মঙ্গলবার কাচিকাটার উত্তর খালে গোলপাতা কাটছিলেন তারা। হঠাৎ বাঘের হানা। কালুকে ধরে নিয়ে যায় সুন্দরবনের বাঘ। সঙ্গীরাও বাঘের পিছু নেয়। বিকেলের মধ্যেই বাঘের মুখ থেকে কেড়ে আনে কালুর মরদেহ। গভীর রাতে লাশ নিয়ে লোকালয়ে ফিরে আসে বাওয়ালিরা। কালুর বাবা আতিক গাজীকেও খেয়েছিলো সুন্দরবনের বাঘ। তার দাদাকেও মেরেছে সুন্দরবনের টাইগার। সুন্দরবনের মানুষদের জীবনটা এমনই। জঙ্গল থেকে বাড়ি ফেরার নিশ্চয়তা নেই। বর্তমানে সুন্দরবনের বাওয়ালীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে।