
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী শেখ বাড়ি জামে মসজিদের মাঠে ৪৯ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ১০, ১১ ও ১২ মার্চ-২০২১ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। বাদ আছর হতে মাহফিলে ১ম দিন, ১০ মার্চ (বুধবার) প্রধান বক্তা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওঃ আব্দুল্লাহ আল -আমিন (ঢাকা)। দ্বিতীয় বক্তা: আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল মজিদ সাহেব (ইসলামাবাদ দাখিল মাদ্রাসা)।
২য় দিন, ১১ মার্চ (বৃহস্পতিবার) প্রধান বক্তা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন আলহাজ্ব হযরত মাওঃ আজিজুল ইসলাম (সাতক্ষীরা)। দ্বিতীয় বক্তা: হযরত মাওলানা ফরহাদ হোসেন (মাদারীপুর) ।
৩য় দিন ১২ মার্চ (শুক্রবার) প্রধান বক্তা: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছেরে কুরআন, বিপ্লবী কণ্ঠস্বর মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওঃ গোলাম রব্বানী যুক্তিবাদী, খতিব, দারুল আমান জামে মসজিদ (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা: হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ (কয়রা)। সভাপতিত্ব করবেন-আলহাজ্ব মোঃ নুর ইসলাম, গাজী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।