সাতনদী অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। তবে প্রেমিকার আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।
এদিকে ওই কিশোরী আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কায় প্রেমিকের বাবা প্রায় দুই রাত মেয়েটিকে পাহারা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে এসে ওঠে দশম শ্রেণীর এক ছাত্রী। খবর পেয়ে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় প্রেমিকা। তাই প্রেমিকের বাবা রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন; যাতে মেয়েটি কোনো দুর্ঘটনা না ঘটায়।
বিষয়টি সমাধানে বুধবার (৩ মার্চ) রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।