বেনাপোল প্রতিবেদক: যশোরের বেনাপোলে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। শুক্রবার বেলা ২ টার দিকে বড়আঁচড়া গ্রামের লিটনের ভাড়া বাসায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের ফকির আহম্মেদের ছেলে এবং যশোর-১ ( শার্শা) আসনের সাবেক এমপি আলী কদর এর নাতি জামাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ এর তারে জড়িয়ে যাওয়া একটি মাস্ক লাঠি দিয়ে পাড়তে যেয়ে রফিকুল বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলে মারা যান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন এর একজন সদস্য।
বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত
পূর্ববর্তী পোস্ট