
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা বহেরা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় চলাচলের পথ প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে এলাকার ১৫ ঘর পরিবার। অভিযোগকারীরা জানান, নওয়াব আলী ও আমানুল্যা আপন দুই ভাই এবং তাদের দুই দুলাভাই দুখে আলী ও পুটি আলী ৬৫বছর পূর্বে ভারত থেকে আসিয়া একই দাগে ৯বিঘা জমি ক্রয় করে । আপোষ চিহ্নিত মতে বসবাস করে এবং আমানুল্যার জমির উপর দিয়ে চলাচলের পথ থাকে যাহা আপোষে চলিয়া আসিতেছে। আমানুল্যা ডাক্তার ও তার বড় ভাই নওয়াব আলী ওয়ারেশ গন এই ভিটাই বর্তমানে বসবাস করে না। আমানুল্যা ডাক্তারের মৃত্যুর পরে তার পুত্র মোনারুল ইসলাম উক্ত জমির মালিক হয় বর্তমানে িিতনি পরিবার সহ আমেরিকায় থাকেন । উক্ত জমির পশ্চিম পাশের্^র সীমানার আইল দিয়া আমানুল্যার দুলাভাইরা সহ প্রতিবেশিরা ১৫ঘর পরিবারের লোকজন ৬৫ বছর ধরে চলাচল করে আসিতেছে। জমির মালিক আমানুল্যা বেঁচে থাকার সময়ে আমাদের সাথে মৌখিক চুক্তি ছিল যে জমির পশ্চিম সীমানা থেকে আমাদের পথের জন্য কিছু জমি ছেড়ে দিবে। আমরাও তার জমির বাবদ সামনের দাগ থেকে সেই পরিমান জমি দিব কিন্তু তিনি জমি ছেড়ে না দিয়েই মারা যান। পরবর্তীতে মৃত্যু আমানউল্যা ডাক্তারের ছেলে মোনারুল ইসলাম ও উক্ত চুক্তির কথা জানতেন। সে কারনে তিনি ও ৯বছর যাবৎ চলাচলের পথটি বন্ধ করেন নি। মোনারুল ইসলাম স্বপরিবারে বর্তমানে আমেরিকায় থাকা অবস্থায় উক্ত পথ দেওয়ার কথা থাকলেও গত ১১ ফেব্রুয়ারি তিনি লোক বল দিয়ে আমাদের একমাত্র চলাচলের পথটি বাদ না দিয়া পাঁকা প্রাচীর নির্মান করার জন্য লোক দ্বারা মাটি খনন করছেন। এমতাবস্থায় প্রচীর নির্মান করলে আমরা ১৫পরিবারের চলাচলের পথ না থাকলে আমরা অবরুদ্ধ হয়ে পড়বো। ৬৫বছরের বাস্তভিটা বিক্রি করে অন্য জায়গায় বসবাস করতে হবে। এই মুহুত্বে অন্য জায়গায় যেয়ে জমি কিনে ঘর নির্মান করে বসবাস করার ক্ষমতা আমাদের নাই। এব্যাপারে উর্দ্ধতন প্রশাসন সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।