
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়াবৌ-বাজারে কাউন্সিলর আব্দুস সেলিম’র ডালিম প্রতীকে নির্বাচনী পথসভাঅনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকাল৪টায় উত্তর কাটিয়া বৌ-বাজারে কাউন্সিলর প্রার্থী আব্দুস সেলিমের উক্তনির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিকসম্পাদক ফিরোজ আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর আব্দুস সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎহোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, সাতক্ষীরা সিটিকলেজের অধ্যাপক মনিরুজ্জামান মনি, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি
আব্দুল বারী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির খোকন, পৌর যুবলীগনেত্রী সাহানা আক্তার, ওয়ার্ড আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহানাআক্তার, সৈয়দ হাসান ইমাম, আহম্মাদুল কবির বাবু, মনিরুজ্জামান মনি,পরিবারের পক্ষ থেকে জেসমিন আরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আব্দুস সালাম, আব্দুস সবুর, আরিফুজ্জামান জেমস্, আরিফুল কবির ছোট প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী আব্দুস সেলিমের নির্বাচনী পথ সভায় বক্তারা ১নংওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ১৪ই ফেব্রুয়ারী সাতক্ষীরাপৌরসভা নির্বাচনে ডালিম প্রতীকে ভোট দিয়ে আব্দুস সেলিম কে পুনরায়কাউন্সিলর নির্বাচিত করার আহবান জানান।