
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত খেলায় বুধহাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে বুধহাটা বাজার বণিক সমিতি ও বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে আকর্ষণীয় ফাইনাল খেলায় বুধহাটা ফুটবল একাদশ বনাম পাইথালী মিলন মহল ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বুধহাটা ফুটবল একাদশ ১-০ গোলে পাইথালী মিলন মহল ফুটবল একাদশকে পরাজিত করে। বুধহাটা বাজার বণিক সমিতির ব্যবস্থাপনায় খেলায় রেফারি ছিলেন, আবু অহিদ বাবলু, ইয়ামিন হোসেন ও আসাদুল হক। ধারাভাষ্যে ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা ও আশরাফুল হোসেন। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন, ইসলামী ব্যাংক বুধহাটা আউটলেটের ব্যবস্থাপনা পরিচালক মেজবাবুল আলম। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংক বুধহাটা আউলেটের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য রেজওয়ান আলী, রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মোহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, মেম্বার প্রার্থী হাতেম আলী, ফিরোজ আহম্মেদ স্বপন, টুটুল হোসেন, যুবলীগ নেতা সামছুজ্জামান রাজু, ব্যবসায়ী ইয়াসিন আরাফাত ড্যানিস প্রমূখ।