
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় ৮ দলীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্মৃতি নক আউট নৈশ মিনি ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার রাত ৮ টায় বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে বুধহাটা বি বি এম কলেজিয়েট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ দলীয় নৈশ মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষা পরিষদের সভাপতি ও আশাশুনি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার সরদার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুর রহমান, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলি, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান রাজু, প্রভাস কুমার চুটু প্রমুখ। টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা ক্রিকেট একাদশ ও নওয়াপাড়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়ে সাতক্ষীরা ক্রিকেট একাদশ জয়লাভ করে। ধারাভাষ্যে ছিলেন বুধহাটা যুব কিশোর সংসদের সাধারন সম্পাদক আবু সাঈদ।