সাতনদী অনলাইন ডেস্ক: শেরপুর পৌরসভায় দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে শেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজাকে তাদের পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন থেকে এ দুই জন আওয়ামী লীগের কোনো পদপদবীর পরিচয় দিতে পারবেন না। আওয়ামী লীগের পরিচয় দেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমরা জেলা আওয়ামী লীগে আছি। আমাদের বহিষ্কারের প্রস্তাব জেলা আওয়ামী লীগ কেন্দ্রে পাঠাতে পারেন। তারা সরাসরি বহিষ্কার করতে পারেন না।