
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের ৪৯বছর উদযাপন উপলক্ষে এম বি ক্রীড়া চক্রের আয়োজনে ৮দলীয় ডে-নইট নকআউট ফুটবল টুর্ণামেন্ট ও মুন্সীগঞ্জ সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রবিবার দিন ব্যাপি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, চেয়াম্যান প্রতিনিধি রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (বকুল), আব্দুর রাজ্জাক, মেম্বার পদপ্রার্থী জামাল হোসেন, হেলাল উদ্দিন, সুন্দরবন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, মহিলা সদস্যা পদপ্রাথী আমেনা খাতুন, নিপা রানী প্রমুখ।