সাতনদী অনলাইন ডেস্ক: চমকে দেওয়া ঘটনা সামনে এল তেলেঙ্গনায়। বিয়ের পর প্রতারণা করে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল স্ত্রী। আর এই রাগেই মোট ১৮ জন মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম মইনা রামুলু। বহুদিন পলাতক থাকার পর, অবশেষে পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড এই সিরিয়াল কিলার। অভিযুক্তের গ্রেফতারির পর সামনে আসা তথ্যে চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।
১৮টা খুনই নয়, সিরিয়াল কিলার মইনা রামুলুর নামের পাশে অপরাধের তালিকাও বেশ লম্বা। এর আগে অন্তত ২১টি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে রয়েছে খুন থেকে সম্পত্তি চুরির মতো গুরুতর অপরাধে। এছাড়াও একবার পুলিশ হেফাজত থেকেই পালিয়ে যান মইনা।
মুলুগ ও ঘাটকেসর পুলিশ স্টেশনে মইনার নামে দায়ের হওয়া দুটি অভিযোগের আলাদা-আলাদা তদন্ত চলাকালীনই মইনা রামুলুর খোঁজ পায় পুলিশ। পরিকল্পনা মতো ফাঁদ পেতে গ্রেফতার করা হয় এই দুষ্কৃতীকে। হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত রামুলু তেলেঙ্গনার সাংডিরেড্ডি জেলার বাসিন্দা। ২১ বছর বয়সে বাবা-মার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু, বিয়ের কিছুদিন পরই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় রামুলুর স্ত্রী। বউকে না পাওয়ার রাগ গিয়ে পড়ে অন্য মহিলাদের উপর। আর সেই ক্ষোভেই ২০০৩ সাল থেকে এক এক করে ১৮ জন মহিলাকে কোনও কারণ ছাড়াই নৃশংসভাবে খুন করেছে সে। এমনই জানা গেছে পুলিশ সূত্রে। শুধু তাই নয়, স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পরই একাধিক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে মইনা রামুলু।
পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১১ সালে পুলিশের হাতে ধরা পড়েছিল মইনা। খুনের অভিযোগ-সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায়, তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। সঙ্গে ৫০০ টাকা জরিমানাও ধার্য করা হয়। কিন্তু, সাজা পাওয়ার পর তাকে চিকিসার জন্য মানসিক হাসপাতালে ভর্তি করানো হলে, ফাঁক পেয়ে সেখান থেকে আরও ৫ সাজাপ্রাপ্তকে নিয়ে পালিয়ে যায় মইনু। উল্লেখ্য, এরপরও গুচ্ছের অপরাধে জড়িত ছিল সে। নতুন করে একাধিক মামলা দায়ের হয় তার নামে। ২০২০ সালের ১০ ডিসেম্বরও বছর ৪৫-এর মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ ওঠে এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে। এত বছর পলাতক থাকার পর এই কেসের তদন্তে নেমেই পুলিশের হাতে ধরা পড়ে সিরিয়াল কিলার মইনু রামালু।