
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিরাপদ মন্ডল (৭০) ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার বিকালে কোলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলার পিরোজপুর গ্রামের মৃত হাজারী লাল মন্ডলের পুত্র নিরাপদ মন্ডল মৃত্যুর আগ পর্যন্ত দলিল লেখার কাজ করে এসেছেন। তিনি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তার দুরারোগ্য ব্যধি ক্যান্সার ধরা পড়লে ঢাকায় চিকিৎসা গ্রহনের এক পর্যায়ে ভারতের ভেলোরে গমন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোলতাকায় শনিবার সন্ধ্যার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার রাত নাগাদ তার মৃতদেহ দেশে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানা, দীপঙ্কর মন্ডল, রাবিদ মাহমুদ চঞ্চল, লিপটন, মুজিবর রহমান, স্বপন সরকার, আলহাজ্ব ইয়াকুব আলি, আয়ুব আলী, কাজলসহ সকল দলিল লেখক সমবেদনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।