
নিজস্ব প্রতিবাদক: দৈনিক মানব জমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেনের মাতা ছফুরা খাতুন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার তুজুলপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক ইয়ারব হোসেনের মাতা ছফুরা খাতুন এর মত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সহ সাতনদী পরিবারের সকল সদস্যবৃন্দ।