ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকের মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে হাসপাতাল কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরার ডাইরেক্টর অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সাতক্ষীরার অফিসার মোঃ হাবীব বিল্লাহ, একেএম সেলিম রেজা। এসময় আরো বক্তব্য রাখেন হাসপাতালের হিসাব কর্মকর্র্তা শেখ শরিফুল আওয়াল, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক এর পক্ষে কাজী মোঃ বজলুর রহমান, আয়ুব হোসেন। সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল একটি জনকল্যানমূখি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। সমাজে অসহায় মানুষের জন্য ঠোঁট ও তালুকাটা ক্যাম্পসহ বিভিন্ন ফ্রি ক্যাম্প করে যাচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার এম রাশেদ।