
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল থেকে সেই ভূয়া সিআইডিকে সাতক্ষীরা জেলহাজতে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানা থেকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। গত ২০ জানুয়ারী বেনাপোল চেকপোষ্ট এলাকায় ঘোরাঘুরি ও নিজেকে সিআইডি পরিচয় দিয়ে ইমিগ্রেশন কাস্টমসে প্রবেশ করে মনির হোসেন। সে ঢাকা গুলশান এলাকার আলতাফ হোসোনের ছেলে বলে পরিচয় দেয়। ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের সন্দেহ হলে ভুয়া আইডি কার্ডসহ তাকে আটক করা হয়।
গত ২০১৪ সালের ৮ মে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহিদ নাজমুল সরনীর হাবিব ফটোষ্ট্যাট এন্ড কম্পিউটার সেলস সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান দক্ষিন কাটিয়া এলাকার দেব প্রসাদ মিত্র’র ছেলে রিন্টু কুমার মিত্র’র বিরুদ্বে অভিযোগ দায়ের করেন। বন্ধুত্বের সম্পর্কেও কারণে আসামীর ব্যবসায়িক প্রয়োজনে নগদ ৩৭ লক্ষ টাকা হাওলাদ নেন। কিন্তু সেই টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল দির্ঘদিন।
নিজেকে বিভিন্ন সময় সিআইডি পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল। সেই মামলায় তাকে বেনাপোল থেকে আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান ওয়ারেন্টের আসামী ও প্রতারণার অভিযোগে বেনাপোল পোর্ট থানা থেকে আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছিলেন। আমরা সাতক্ষীরা জেলহাজতে পাঠিয়েছি।