
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ মশারীজাল জব্দ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ভেটখালী রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ মোঃ আককাস আলী সঙ্গীয় ফোর্স সহ নৌ বিশেষ অভিযান পরিচালনা করার সময়ে মাদার গাং নদীর কালিঞ্চী নামক স্থান থেকে মালিকবিহীন পাতানো অবস্থায় ৩টি নিষিদ্ধ মশারী জাল জব্দ করে। পরে জব্দকৃত মশারীজাল শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তির মৌখিক নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।