
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা হাকিমিয়া দাখিল মাদরাসায় গোপনে নিয়োগ কার্যক্রম বন্দের দাবীতে লিখিত অভিযোগ করা হয়েছে। খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের সামছুল হকের পুত্র জাকির হোসেনসহ এলাকার ময়নুর ইসলাম, লাভলু, রবিউল ইসলাম বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদরাসা ও কারিগরী শিক্ষা অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক বরাবর পৃথক দু’টি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে মাদরাসা সুপার রুহুল আমিন দপ্তরী, প্রহরী ও আয়া পদে নিয়োগ দানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত পত্রিকা এলাকায় আসা বন্দ করতে সমুদয় পত্রিকা ক্রয় করে নিয়ে গোপনে ও ছলচাতুরির আশ্রয় নিয়েছেন বলে দাবী করেন। তারা এর প্রতিকার প্রার্থনা এবং পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বাদীরাসহ সকলকে আবেদনের সুযোগ করে দিতে অনুরোধ জানিয়েছেন।