
সাতনদী অনলাইন ডেস্ক: পাবনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে আজিজুল ইসলাম নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৯ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মিজান উদ্দিনের ছেলে আজিজুল ইসলামের ছয় মাস আগে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে শনিবার রাতে আজিজুল পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় ওই কলেজছাত্রীর বাড়িতে দেখা করতে যায়।
এ সময় ওই কলেজছাত্রীর বাড়ির বাইরে থেকে ডাক দিলে স্থানীয় বাসিন্দারা শুনতে পেয়ে আজিজুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশের তত্ত্বাবধানে আজিজুলের চিকিৎসা চলছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আজিজুলের দাবি ওই কলেজছাত্রীর ডাকে সে তার বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে গেলে এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে দেয়। এখন তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরে থানায় নিয়ে যাওয়া হবে। তবে, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।