সাতনদী অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে সিডনি টেস্টে দীর্ঘ ১৪ ম্যাচের খরা কাটিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন স্মিথ। তবে এই ম্যাচে সেঞ্চুরি করার গর্ব পেয়েছে বাড়তি মাত্রা। ব্যাট হাতে স্মিথের ২৭তম সেঞ্চুরি দিয়ে ভারতের বিরাট কোহলি, গ্রায়েম স্মিথ ও অ্যালান বোর্ডারের পাশে নাম লেখালেন স্মিথ। টেস্ট ক্রিকেটে তাদের সবারই এখন সমান ২৭টি করে সেঞ্চুরি।
ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে দ্রুত সময়ে ২৭তম সেঞ্চুরি করলেন স্মিথ, যা করতে স্মিথ খেলেছেন মাত্র ১৩৬ ইনিংস। কোহলি এবং শচীন টেন্ডুলকারের একই সংখ্যক সেঞ্চুরি করতে লেগেছিল ১৪১ ইনিংস।
সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২২৬ বল মোকাবিলায় ১৬টি বাউন্ডারিতে ১৩১ রান করেন স্মিথ। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান তিনি।
এর আগে ভারতের বিপক্ষে গত দুই টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি স্মিথ। তৃতীয় টেস্টে একাই হাল ধরে টেনে নিয়ে গেছেন দলকে। তার শতরানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।