নিজস্ব প্রতিবেদক: ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আলহাজ্ব মুনসুর আহমেদ এর রোগ মুক্তি কামনায় ভোমরা বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার (৬ জানুয়ারী) বাদ আসর এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম), কাস্টমস্ ও দপ্তর বিষয়ক সম্পাদক জি. এম. আমির হামজা, অর্থ সম্পাদক এ. এস. এম. মাকছুদ খান এবং সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন-সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোমরা বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।
ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রোগ মুক্তি কামনা
পূর্ববর্তী পোস্ট