ইউপি নির্বাচনের হালচাল
শেখ ইমরান হোসেন, তালা থেকে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাটে,বাজারে,চায়ের দোকানে, মাঠে-ঘাটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে বিশ্লেষণ। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও এলাকার প্রতিটি গ্রাম পর্যায়ে গণসংযোগ, মটরসাইকেল শোভাযাত্রা সহকারে শো ডাউন বাড়িয়েছেন, অনেকেই রয়েছেন দলীয় মনোনয়ন প্রাত্যাশায়।
দৈনিক সাতনদী’র সাথে যুক্ত হয়েছেন তালা উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইন্দজীৎ দাশ বাপ্পী।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আমি ২০১১ সাল থেকে চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করে আসছি।আমার সাধ্য অনুযায়ি চেষ্টা করেছি জনগনের সেবা করার এবং উন্নয়ন করার। কতুটুক পেরেছি নাপেরেছি সেটি জনগনই ভালো জানে। আমাকে সবাই চেনে ও জানে। আমার কাজ কর্ম দেখেছে, আমার আচার ব্যাবহার দেখেছে। আমি আশাকরি আবারও ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখবে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইন্দজীৎ দাশ বাপ্পী বলেন, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। পড়াশোনা শেষ করে জালালপুর ইউনিয়নে যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িক্ত পালন করেছি এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িক্ত পালন করেছি। বর্তমানে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে থেকে মানুষর সেবা করে চলেছি। আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো এবং ইউনিয়নের মানুষের যে আশা অকাঙ্খা সেটি পুরোন করতে পারবো । মানুষের সেই আশা অকাঙ্খা পুরোনের লক্ষ নিয়েই আমি ইউপি নির্বাচন করতে চাই।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, কেন্দ্রীয়ভাবে নির্বাচনী তফশীল ঘোষণা হলেই তালা উপজেলার সকল ইউপি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। জালালপুর ইউপি নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬৩ জন ও মহিলা ভোটার ১০ হাজার ১৭৪ জন৷