
আশাশুনি ব্যুরো:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনির তেঁতুলিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩নভেম্বর) বিকালে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তেঁতুলিয়া প্রাইমারি স্কুল ও তেঁতুলিয়া বাজার সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষ হলে তেঁতুলিয়া ব্রিজের উপরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠত হয়।
এ সময় মাওঃ নুরুল আফসার মোঃ মুর্তজা আলী, হাফেজ মাও.নুরুজ্জামান, মিজানুর রহমান, আবু বাক্কার, রবিউল ইসলাম, রাহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম, মসজিদের ইমাম আবুল কাশেম, রমজান আলী, মিজানুর রহমান, হাফেজ মাও. মফিজুল ইসলাম, হাফেজ মাও. হাবিবুর রহমান সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা ফ্রান্স সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সকল পণ্য বর্জন, তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবী জানান।