
আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও টিআরএম পদ্ধতি চালুর দাবী জানিয়ে ইউএনও মীর আলিফ রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোল্যা রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে সাতক্ষীরার ১, ২, ৬-৮ ও ৬-৮ (সম্প্রসারণ) পোল্ডারের জন্য অনুমোদিত প্রকল্পে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার টিআরএম এবং ইছামতির সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ কার্যক্রমকে বাদ রেখে প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। অথচ প্রকল্পটি টেকসই ও কার্যকরী করতে টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়ন খুবই প্রয়োজন।
এজন্য সরকারের কাছে অনুমোদিত প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম এবং ইছামতির পদ্মশাখরা ও ভাতশালা ¯øুইস গেটের পাশ দিয়ে লাবণ্যবতী ও সাপমারা নদীর সাথে অবাধ সংযোগ প্রদান করা, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের তীরে উঁচু ও মজবুত বাঁধ নির্মান করা এবং গলঘেষিয়া ও কপোতাক্ষ নদ খনন কার্যক্রম যুক্ত করা, সকল কাজে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য দাবী জানান হয়।