নাছির উদ্দিন: সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড়ের সিএমবি মসজিদের সামনে থেকে একটি ইজিবাইক চুরি হয়েছে। গতকাল মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে সিএমবি মসজিদের সামনে ইজিবাইকটির মালিক ইজিবাইক রেখে নামাজ আদায়কালে এ চুরির ঘটনা ঘটে।
ইজিবাইকটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহার জোড়দিয়া গ্রামের মৃত শেখ ইমানুর রহমানের ছেলে শেখ জাহাঙ্গীর হোসেন। পরিবারের উপার্জনের শেষ সম্বল ইজিবাইকটি হারিয়ে দিশেহারা ইমানুর। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।