
বিজ্ঞপ্তি :
সরকারি বিধি মোতাবেক গাবতলা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি, সাতক্ষীরা এর ম্যনেজিং কমিটি গঠনের লক্ষ্যে একজন দাতা সদস্য মনোনীত করা হবে। আগ্রহী ব্যক্তিকে এক বছরের জন্য এককালীনন ২০,০০০/= (বিশ হাজার) টাকা ও আজীবন সদস্যের জন্য এককালীন ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে বিদ্যালয়ের ১০৯৭২ নং হিসাবে রুপালি ব্যাংক, বুধহাটা শাখায় জমা প্রদানের জন্য আহবান করা হলো।
প্রধান শিক্ষক
গাবতলা মাধ্যমিক বিদ্যালয়
আশাশুনি, সাতক্ষীরা।