মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মিথ্যাচার করে সাংবাদিক সম্মেলন করেছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। কর্মসূচীতে দলীয় নেতা-কর্মী সমর্থকের পাশাপাশি হাজারো নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে (মনিরামপুর পৌরশহর) মানবন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের মানুষ রাস্তায় দাড়িয়ে চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দেয়। এসময় নেতা-কর্মীদের হাতে চেয়ারম্যান নাজমা খানমকে বয়কটসহ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র পক্ষে শ্লোগান সম্বলিত নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দেখা যায়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, জিএম মজিদ, এসএম আলা উদ্দীন, মনিরুজ্জমান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, মুরাদুজ্জামান মুরাদ, ফজলুর রহমান প্রমূখ।
মানবন্ধন শেষে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী সম্পর্কে মিথ্যা,বানোয়াট ও ভ’ল তথ্য উপস্থাপন করে চেয়ারম্যান নাজমান খানমের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ করে প্রেস ব্রিফিং করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদল হাসান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।