
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ,শিক্ষা উপবৃত্তি কার্যক্রম সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হেেয়ছে ।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা সহকারী পরিচালক মো: হারুন-অর রশিদ, প্রধান বক্তা হিসেবে জেলা সমাজসেবা উপপরিচালক দেবাশিস সরদার।উক্ত সেমিনারে সরকারী কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা,সেবা প্রদানকারী কর্মচারী এবং সেবা গ্রহীতারা অংশ গ্রহন করেন ।
সেমিনারে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স্কদের জন্য নিয়মিত ভাতা উল্লেখ করে এর উপর বিস্তারিত তুলে ধরেন